কেন মাটির মানুষ হয়ে মনা থাক হিংসা দ্বন্দ্বে মেতে-
এরূপ কার্য করতে থাকলে,ডুববে ভেলা পুলসেরাতে—

যে কারনে সৃষ্টি রে তুই,এলি মনা এই ভবে,
সে কার্য ভুলে গিয়ে,পশুর কার্য করিস সবে;
ভুলে গেলি সেই ওয়াদা,সেখানে করেছিলি যা,
তাইতো বলি ওভোলা মন থাক মানুষের প্রেমেতে।।

মানুষ্ খোদার শ্রেষ্ট সৃষ্টি,মানুষেই মন মানুষ মিলে,
চির শান্তি পাবে সেজন,সেই মানুষেই ভক্তি দিলে;
খোদার কোরান পড়ে দেখ,সেই সুরাত হৃদে রাখ,
সেই প্রেমে মিলবে খোদা,ফুটবে ফুল মন বাগিচাতে।।

চল চল মন সে শহরে,জাতের বিচার নাই যেথা,
মানুষের প্রেমে মানুষ মজে,হয়ে সে প্রেম লতা,
কৃষ্ণ নামে মহাম্মদ্ ডাকে,অফুরন্ত করুণা রাখে-
আর থেকোনা মনা হিংসা দ্বন্দ্বে,জাগো এ প্রভাতে।।