দিন গেল,গেল গো প্রিয়,
                     পাড়ে বসে অপার হয়ে-
নয়ন পানি শেষ হইল-
                     চেয়ে চেয়ে যমুনা তয়ে—

তুমি গো খোদার সৃষ্টি সুন্দর,
আমি কাঙ্গাল দাও হে দিদার,
                         জানি পাথরে ফুটাও ফুলহার-
                         আছ সুখে সখী কারে পেয়ে?

আমি কলঙ্কিনী হলাম সমাজে,
জীর্ণ-শীর্ণ তনুতে কে বিরাজে?
                     তুমি থাক সখী কোন সে লাজে?
                     পড়িল কৃশ মোর গো,ব্যাকুল হয়ে

কোন পথে তোমার আনাগোনা?
গেলে পরে কি পদচিহ্ন পড়ে না?
                      জনম গেল খুঁজতে সেই ঠিকানা-
                      ঘোর তুফানে তরী বেড়ায় বেয়ে

এবার যদি গো প্রিয়,তোমারে পাই-
মিশে যাব গো তবু ছাড়বো না হায়,
                     তাইতো প্রিয় ডাকি গো তোমায়-
                     কেঁদে কেঁদে সখী আপনকে লয়ে

এই অভাগা রেগন বলে-
এবার না হয় সখী এসো চলে;
                   ওই রবি যাচ্ছে গো টলে -
                   সখী এসে,বস এই হৃদয়ে —