এতো আপন ছিল সে-
খোদার ওই রূপের কিরণ—
মৃদুভাষী আর জাদুগিরি,
ছালনাময়ী রূপ মাধুরী,
দেখায় স্বপ্ন—
কী জানি পেলে দোষ,
এসো প্রিয় কাছে বস-
মিলব দু-জন—
অশ্রু নীরে অন্ধ হলাম,
তবু তোমারে না পেলাম ,
ভেস্তে গেল জীবন—
প্রেম পুষ্প অশ্রু নীরে -
ফেলিলাম যমুনা তীরে,
মুছাতে তব চরণ—