রঙের দোলা লাগাই রাধিকা শ্যামের চরণে,
প্রেম আবিরে ডুবলো দু-জন আত্মগোপনে!!
রঙে রঙে রঙিন হল আজ এ বসন্ত সমীরণ,
রঙের ছটা লাগাও অঙ্গে ত্যাগে কু-আবরন!!

মুক্তাকাশে রঙিন বাতাস বহে গোকুল ধামে,
প্রেম আবির মেখে ভাই ডুব সেই কৃষ্ণ নামে!
যেরূপে রাধিকা পড়ে লুটিয়ে সে চরণ তলে,
বিরহাবারিরে ডুবে থাকে সদাই নয়ন জলে!!

রাধাকৃষ্ণের প্রেমলীলায় লাগাও মনে দোলনা,
নিমাই স্ব-রূপ কৃষ্ণ প্রেমে ডুবেই ভাই দেখনা !
রঙিন হবে ভাই প্রেমের তরে মাধাব গোবিন্দ,
নিরানন্দেও মিলবে গো ভাই সদা সচ্চিদানন্দ!!

এই সু-নিগ্ধ বসন্তে প্রেমাবিরে ডুবাও নিজেকে,
দুইদেহ এক হবে তখন ভাই চিনবে আপনাকে !
রঙিন করো ভাই হৃদ মন্দির প্রেম আবির দিয়ে,
প্রেমের সাথে প্রেম গো মিলবে সাদাই এক হয়ে!!

প্রেমর তরে সৃজিলেন স্রষ্টা,বিশ্ব ভূবন অতীব-যতনে,
ত্যাজ-ভজ সাধ নির্জনে তাঁরে,এই সুবসন্ত সমীরণে;
প্রিয়ার লাগি পরান জুড়ে বহে গো কোকনদ পুষ্পবারি,
অপার হয়ে রয় যমুনা তীরে রাধিকা মিলন অশ্রুধরি!!