রবির কিরণে সেজে ভূবন
ও ভাই বর্ষা দিনের পরে,
পুষ্প চন্দন মাল্য দিয়ে-
ও ভাই বরণ করিব তাঁরে!!
                  লহ হে প্রণাম,ওহে প্রাণনাথ,
                  বুলবুলি সবে গাইছে আগমনী-
                  তুমিই আমার প্রাণের ঠাকুর,
                  বিশ্ব কবি যাহার নামখানি !!
প্রেমের গীতি রচিলে তুমি,
বেদনার মায়া জালে -
দেশমাতৃকার মুক্তির তরে-
নাইট উপাধি ফিরিয়ে দিলে!!
                  তোমার কাব্য ছন্দ গাঁথা-
                  শুভ লগ্নে জ্বালায় ভক্তাঞ্জলি -
                  লহ লহ প্রণাম আমার,
                  যেওনা প্রভু আমায় ফেলি !!
তুমি কবিগুরু,গুরুদেব মোদের,
তোমার তরে সাজাই প্রেমডালা,
আজ সুনিগ্ধ আবহে তোমার গলে-
পরাবো প্রভু প্রেম কাব্যের মালা !!