আঁখিলোরে এতো পানি হয়েছে জমা,
বেশরায় সাহারাহীন,হয়েছি প্রিয়তমা-
মরুহৃদে বিষবৃক্ষ,করাল গ্ৰাস করে আমায়,
তাই দিবানিশি আমি আঁখি ঝরায়
চেয়ে সেই রূপ পানে—
কী জাদু আছে গো,ওই তোমার কাজল নয়নে ,
বারেবারে প্রিয় তাই আমারে টানে,
এসো প্রিয় রাতি কাটাবো দু-জনে—
প্রিয় তুমি,এ ভবের বাজারে,জ্যোৎস্না সুধাকর ,
সেজেছি আমি তাই প্রেম সওদাগর,
তোমায় হেরি তাই বসে নির্জনে—
পূর্ব ছেড়ে রবি ,ওগো প্রিয় গেল পশ্চিমে ,
এ নিশি পোহাইবো আমি ওগো কার সঙ্গমে,
ভস্ম হলাম আমি তোমা বিহনে—