আমার মন মেতেছে সে প্রেম সহরে,
সদায় চেয়ে থাকে তব রূপ-নিহারে!!
তুমি লাবন্য মাধবী, হৃদয় হর'নি;
তব চিত্ত শশী নৃত্য, সৌন্দর্য তরণী!!
প্রেয়সী মোর থাকে সিন্ধু যমুনা প'রে,
রয় কোন সে প্রেমিকার হাতটি ধরে??
সদা মাধবী বিজলী দীপ্ত সে নগরে,
হামেশা ভাস্কর সেই প্রেমের বন্দরে!!
অকুল প্রেমের পিয়াস মোর পারানে,
দেখার লাগি ব্যাকুল,চাহি আসমানে!!
ঘোর হয়ে আসে মোর দুই আঁখি লোর্,
তৃষ্ণার্থ নয়ন সরসী , ক্ষয়িষ্ণু জোর!!
তব প্রেমানহারে রয়েছি অনন্তকাল,
প্রেম তরী যাচ্ছে ডুবে, এসে ধর হাল!!