আবেগ- অনুভূতি - আত্মসম্মান -আত্মশালীনতা-
সবই নিমেষে নিশ্চিহ্ন হয়েগেছে, তোমার বিরহে
শব্দের সাথে উপসর্গের যোগ ছাড়া যেমন উপসর্গ অর্থহীন -
তেমনি নিশিদিনে আত্মগ্লানি দ্বি-গুণ হচ্ছে এ সমারোহে !!

স্বপ্নবিলাসী মানুষটির ,সেই স্বপ্নগুলোই আজ-
মরুভূমির আঁধির মতো প্রেমাবিরাহিত উষ্ণার প্রান্তরে-
সূচালো বর্শা সদৃশ আঘাত - হানে আমার হৃদয় আঙিনে ,
প্রেমে তৃষ্ণার্ত  হাহাকার রব উঠেছে আমর মরু-অন্তরে!!

প্রেমিকের বিয়োগের হৃদয় স্পৃহার জ্বালা যেন-
নরকের অগ্নিকুণ্ডকেও হার মানায় -
প্রাণহীনদেহ , আত্মহীনজীব আর প্রেমহীন প্রেমিক  সবই প্রায় সমান
প্রেয়সী তুমি প্রেমাৎফুল্লে  লহ আশ্রয় আমার প্রেমাঙিনায়!!

সেই যৌবাক্ত ঠোঁট, কোমল বদন সে-সব কিছুই
"সুনয়না"আমায় আকর্ষিত করেনি -
তোমার হালকা চাহনি , মুচকি হাসির প্রেমে-
  বারে বারে হারিয়ে ফেলেছি নিজেকে ধরে রাখতে পারিনি!!
  
অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়াও বেঁচে থাকার একমাত্র হল সম্বল প্রেম ,
"সুনয়না "প্রেম ছাড়া যে পৃথিবী বড্ড অচল -
তথাপি প্রেমিকার বিরানলে থাকে শত শব্দের সম্ভার
নিরক্ষর , ছন্দ - ব্যাকরনহীন হতেও জন্ম নেয় সহস্র কবির দল !!

আমার এ চির- উষ্ণার মরুস্থলে ভূমিষ্ঠ হয় যেন-
এক প্রেমাবৃত-মরুদ্যান  প্রলয় নিশীথে এ অভিলাষ ;
অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টা অ-প্রত্যাশিত অবান্তর ,
আমার এ মরু-হৃদ আঙিনায় ভাসছে এক উষ্ণার - তপ্ত দীর্ঘশ্বাস!!