তোমারা যতই করনা পাপ ওরে অন্তর- বাহিরে ,
সে্ কিন্তু সব বলে দেবে,সেদিন রোজ হাসরে!!
তোমরা যতই করনা টাকার পাহাড়,তিলকে করনা তাল;
সময় হলে ঠিক বুঝিবে সেদিন,ভেদিবে কী করে সে বিপদ-জাল ?
নিজের কবর তোরা নিজেই খুঁড়ছি,তাদের শরীর চুষে চুষে,
তা জানতে ভাই নাইরে বাকি, প্রমাণিত জন রোষে!
ওরে ভাই শূন্য হতে ওঠছি তোরা,শূন্যই হবে শেষ ;
জনগণের শীতল রক্তে, আজ কুরুক্ষেত্র পরিবেশ!
বুদ্ধিজীবীরা আজ কাঁথা মুড়ি দিয়েছে,শীত ঘুমে হয়েছে মত্ত;
অর্থের ঘোরে সবইতো বিকয়,বিকয় না ওসে তাঁর্ মনুষত্ব!!
পূর্বাকাশে আজ রক্তিমবর্ণ উঠিছে বিশাল দিবাকর,
ওরে নয়রে সে মিথ্যাচারী,ফ্যান ভিক্ষারী সে জ্বলন্ত এক প্রভাকর!!
আরতো বেশি দূরে নয়'রে সেদিন;তোরা সাজা আজ রণভেরী ,
বিদায় শঙ্খ আজ বাজা তোরা ওই সে আসছে সত্যের মশালজোড়ি !!