আরব মরু-প্রান্তরে,আমার প্রিয় নূর নবী,
সৃজিতে এসেছিলেন তিনি, নতূন পৃথিবী !!
রূপের কিরণ লাগে ওগো সেই মরুস্থলে,
যুগে যুগে আসেন তিনি জ্ঞানের আলো জ্বেলে!!
দেখে তাঁকে অতীব সাধারণ মনে তোমার হবে,
পেলে তাঁহার জ্ঞান আরশ, হেথা মৃত্যুঞ্জয়ী রবে!!
মানুষ সেজে সদা তিনি করিছেন ওগো ছলনা,
সেখানেই হয় উদিত যেথা ঘটে ধর্ম উম্মাচোনা!!
মনুষ্য ভেবে তারা কত করেছিল নির্যাতন,
পতিতের উদ্ধারিতে করেছিলেন পদার্পণ!!
আব্দুল্লাহ নন্দন হল নবী কোন ধন পেয়ে??
চার যুগে এক তিনি,আছেন নবীন হয়ে।।
জগৎবাসী হল ধন্য পেয়ে তাঁর প্রেম পরশ,
খোদাতালার প্রিয় নবী পাঠায় প্রেম আরশ!!
সদাই কাঁদিয়া ফিরে,তরাতে তিনি উম্মতগনে,
জ্ঞানের সাগর তিনি চাহো কোরআন পানে!!
আদি-অন্ত,সুপ্ত-গুপ্ত সব ঠাঁই রয়েছেন সেই তিনি,
উম্মি হয়েও রচিল তাওহিদের কালাম হাদিসখানি!!
আমার এই নবী গুন-কথন যদি বুঝতে পারো,
অশ্রুপূর্ণ সজল চোখে গিয়ে,সেই শ্রীচরণ ধরো!!
গুরুমুখে তব বানী শুনিলে বহে গো আঁখি যত,
কী করে পার হবো গো প্রভু সেই পুলসি-রাত!!