হয়'তো আর দেখা হবে না,হয়তো বা হবে -
কোনো এক অনাআবিষ্কৃত দেশে অশ্বত্থ বৃক্ষের পাশে
যেখানে ক্লান্ত -চিন্তাজ্বরে মগ্ন মানুষ-
তার পুরোনো স্মৃতি চিহ্ন রেখে গেছে!!
আজ বহু দিন কথা হয়নি তার সাথে
দেখা হয়নি তার প্রেমময় দু-নয়ন,
সু-সভ্যতার দাবানলে সে পুড়ে গেছে -
প্রাণাধিক প্রিয় মানুষটি চিরতরে করেছে শয়ন !!
সেই ফুটপাত, গঙ্গার দক্ষিনা বাতাস ,
আজ সবই শুধুই স্বপ্ন, নিমেষে সব শেষ
কাব্যিক রসদ আজ মরতে বসেছে -
কবিগন লিখতে ভুলেছে হয়েগেছে নিরুদ্দেশ!!
প্রেমে মিলন হতে অধিক শান্তি যে বিরহে-
আবেগহীন মানুষটিও এক সময় হয় কবি
বেদনা ভরাট করা মুখে থাকে এক মিথ্যে হাসি ,
দৈহিক মৃত্যু অনিবার্য, প্রেমতো চির "চিরঞ্জীবী"!!
সৃষ্টিকর্তার কী নিদারুণ সৃষ্টি বলো "সুনয়না"
হাজারো কাঁদলেও হয় না কোনো গন্ধ -
কবি মনে আজ পড়েছে বিরাট তেজস্ক্রিয় বোমা ,
সে হারিয়ে ফেলে তার ভাষা লেখনীর সব ছন্দ !!
আবার হয়'তো দেখা হবে তোমার সাথে -
আমি নরক হতে চেয়ে চেয়ে দেখিব তোমাকে ,
তুমি তখন অতিব সুন্দর স্বর্গ "অপ্সরা" -
রইবে সেদিন "প্রিয়"তুমি স্বর্গ লোকে !!