চিরদিনই সেতো ছিল পাশে,আজ কেন গো গেল দূরে?
বিরহের আগুন জ্বলে বুকে,প্রকাশ কাব্য অশ্রু ধারে—
তোমার রূপে চম্পা মালতি-
মিলনে প্রিয় করে গো আহূতি,
ভুলে ব্যথা,প্রবল প্রখর অন্তর বেদনায় প্রেম তৃষ্ণাঝরে-
বিরহে তোমার উজান ভাটি,
নাহি পায় গো প্রিয় প্রেমতটী,
সদাই ফিরি পিয়া নোনাজলে-
ফিরে ফিরে গো আসি চলে-
বিরহের অতল ঘোর প্রিয় সে নিম্নবিস্তারীনিবিড় সাগরে-