আজও খুঁজি তোমায় পিয়া বনে- বনে,
কবে মিলবে প্রিয়,ব’লে যাও কানে কানে!!
পিয়া প্রেমের অকুল পিয়াসে,
মিটাব সাধ প্রিয় এই বরষে,
জোস্না রাতি,কাটাব সখী সৌরভিত মন কাননে!!
ঝরঝর ঝরে নয়না,মিলন আঁধারে;
স্নিগ্ধ করিব হৃদয় মিলনে তোমা'রে!
নয়ন সারসী শুধু বয়ে যায় আমার,
বনের ফুলের সুবাসে পিয়া তোমার -
আজি মিলন আগারে শায়রে শায়রে খুঁজি আপনে —

---------------------------------------------
উৎসর্গঃ কাজী নজরুল ইসলাম
বিষয়াঙ্গঃ প্রেম
তালঃ কাহার্-বা