সৌরভ চঞ্চল গৌরব মৃদুল বাজে,
ছলছল আঁখি নিরুপমা লাগি লাজে।।
বন বিহারিনী চাতক কামিনী,ফাগে -
শ্রোণিত নয়নে আমার পরানে জাগে।।
রচিলাম গীতি আঁধার রাতি লহরী-
ছন্দ না জানি করি আগমনী তোমা’রি।।
এ মরু বাগে চাতকী সে সাজে সতত,
যদি তারে চাহে মৃদু হেসে কহে মিত!!
আপনাকে ভুলি আপনকে তুলি দেখে -
অতি মনোরমা নাহি উপমা চিত্রকে।।
বারেবারে আসি তব কাছে বসি সখী-
মিলন না পেয়ে যায় ম্লান হয়ে আঁখি!!
তব অনুরণনে মম পরানে বিঁধে -
হা-হুতাশে রিক্ত আঁখি হল সিক্ত কেঁদে!!