ত্রি-জগতে তিনি বিনে নাই কিছু আর,
স্বরূপে রূপ মিশিয়ে হয় পরাৎপর!!
যেরূপে বীজ মধ্যে রয় বিশাল বৃক্ষ,
নিরাকারে সাকার সে হয় আদি অক্ষ!!
ভবো,দেখো,চিনো তাঁরে,তাঁর আঁখি দিয়ে,
ভাঙ্গিবে বিভ্রান্তি ,নিগুম সন্ধান লয়ে !!
হেন বৃক্ষ ভাই বীজ নাহি হতে পারে,
তথাপি বৃক্ষগুণ রয় সে একাধারে!!
ধরো তাঁরে,তবে পালিবে সে আদি ধর্ম,
রাজহংস সাজিবে ভাই ত্যাগে কু-কর্ম!
পঙ্কিল মাঝে যবে ফুটে পঙ্কজ-কলি,
যদ্যপি দুর্গন্ধ ভুলে ছুটে আসে অলি!!
তমঃরসে ভরো তনু ,দর্শিবে স্রষ্টাকে,
প্রেম পরশ দিতে প্রকাশিল নিজেকে!!