বজ্রশিখার প্রদীপ হয়ে,              
                  উদিত হও ধরা ’পরে-
ছিন্ন করগো গরল কল,            
                  প্রভু তোমার রুদ্র নূরে॥
এই সংসারে ভব জ্বালা,            
                 তুমি প্রভু ত্রি-কালদর্শী,
হর্ষ চিত্তে প্রণয়  তীর্থে-            
                শুদ্ধ কর দিল -আরশি।
ধর্ম গড়ে মানুষ শোষণ,          
               এক খোদারে—শত ভাগ,
খোদারে ভুলে খোদগিরি?      
               মনুর জাত এবারে জাগ!
স্বর্গ নরকের ভয় দেখিয়ে,
               দেখি কত ধর্মিক ঘর চালাই;
স্বর্গনাকি তাদের খেতের ফসল
                পড়শীদেরকে তাই বিলাই?
হয় ধর্ম অর্থে ধারন করা,
                সবে খোদার তত্ত্বে খোদ গিরি?
নিত্য জুজুর ভয় দেখিয়ে  
               অ-ধর্মিক সব ভেক-ধারী!
প্রেমের তরে মানব সৃষ্টি,        
               আত্মা সৃষ্টি কি কারনে?
আপনারে ধর্মিক বলে,          
               এ তত্ত্বের ভেদ কি জানে?
সবে ইমান ইমান মুখে বলে
               ইমান শূন্য সেই হাতে,
এক আধমের এই মানবে-
             খুন করেছে সেই রাতে!!