কত গীত সংগীত রচেছি তোমার জন্যে—
চাতকসম অপার হয়ে চেয়ে রই লাবন্যে!!
জ্বলে অনল দেল দরিয়ায়্ প্রেয়সী বিহনে-
ডুবে থাকি শারাবে্ তবু নেশা নাই দুনয়নে!!
রুহানি রূপ পাবার আশে বহে আঁখি আইন্,
জিন্দা হয় সব বিরহ যবে ঝরে তব নূরাইন্!!
চোখের জলে ভাসে নূর ঝরে পড়ে মাটিতে—
নূর সিক্ত শাইল্ আবাদ্ করি দেলকাবাতে্!!
মাটির মানুষ তবুও অসীমেরে চাহি সসীমে—
কিঞ্চিৎ দেলার্শিতে প্রণয় বারি ঢাল শুষ্ক জাজিমে !!


প্রণয় বেদন দোজখ অনল,বেহেস্তেও সে সুখ নাই-
তাই আসি বারংবার করি যে আলিঙ্গন আপনায়!!  
পিয়া এসো বসো আমার দমের শেষ —নিঃশ্বাসে,
মৃত্যু সেতো তুচ্ছ,অতি সুন্দর রহি অকুল পিয়াসে!!