বিবেক বুদ্ধি সব হারিয়ে -
আপনকে করেছি পর,
ভেতর ভেতর ঠান্ডা লড়াই-
হই প্রকাশ্যে সাধু বর!!
আপন ভায়ের রক্ত বেচে -
কিনি পরের জন্য সুখ
কূটনৈতিক স্বভাব যাদের -
তাঁদেরই কি সাধু মুখ? ?
পরকে দেখে কষ্ট লাগে,
দেখাই তাঁদের জন্য মায়া ,
মায়ের জন্য ভাত জোটে না-
বলি নারী বিশ্ব বিজয়া??
টেনে নামানো স্বভাব যাদের-
তাঁরাই মোটিভেশন স্পিকার-
নিজ থলিতেই জ্ঞানশূন্য -
তাঁরা করবে দেশটাকে উদ্ধার?
পরের বিচারে আত্ম ভঙ্গি-
দেখাই আমরা সবাই -
বিচারাসনে সাধু সাজি -
করি বাপের সম্মান জবাই!!
মুখোশধারী ভালো মানুষ-
আছে এই সমাজে বেশি ,
পরের জন্য গোলাপ চন্দন-
দেখাই মায়ের জন্য লাথি!!
তাইতো সুস্থ সমাজ গড়তে-
আগে নিজের বিচার কর ,
পরের জন্য ওকালতি-
আনবে বিপদ ভয়ঙ্কর !!