যখন যেখানে দেখি চির-নতুন প্রভাত-সম
(ছিন্ন খন্ড তুচ্ছ)শূন্য দহে কে সিন্ধুপ্রিয়তম?
স্বর্গ অনিল নরক দ্বারে নিবৃত্তে শিখা্লাহাব্,
খন্ডিত দহে পুঞ্জিত কে দিল আদি শুয়াইব?
শুকরিয়া লহ হে,দিলে যে আলো অন্ধকারে,
অনাবিল জ্বালালে প্রদীপ এই মরু চরাচরে!
ধরণী দর্পনে উদয় ডঙ্কা মণিত সৃজন মৃদুলে-
গৌরব চঞ্চল বিহঙ্গে শঙ্কিত বিপ্রসে কাজলে।

মনের অহং রেখেছি গো হাতে,দিতে বিসর্জন,
অনাদি অভয় এ রূপ মানবে,ফুটিও চিরন্তন।।