খঞ্জনিয়ে উঠল কেন আজ বেভুল এ হৃদয়খানি?
বেহুঁশ হ’লাম!পিয়ে কোন শারাব বা কোন পানি?

পান্থশালায় শারাব হাতে আরফাতীনূর এই দ্বারে,
সচকিত নেশায় টলে চোখের— পানি ঘিরে ধরে।।

বৃথা খুসবু সে মিনাহিল তব আতরগোলাব বিনে-
পেয়ালা ভরে রঙিন পানি তন্দ্রাতুর সেই নয়ানে!

তোমারে খুঁজে ফিরি মিশর—আরব মরু প্রান্তরে-
কোন ফুলের মধু নিঙড়ে শারাবখানায় এলে ফিরে?

নববধূর বেশে এলোকেশে এলে বক্ষে সন্ধ্যা-বেলা-
ঢাল সে শারাব আঙুর রস ফুলশয্যায় নিদ ভোলা।।

স্বর্গে দেবে শারাব সুধা,তবে হারাম কেন এই ধারায়?
স্বর্গ নয় সে শারাব দিও বদ—নাসেবী এই সাহারায়।।

মুসাফিরী যাত্রা—পথে পিয়ার সুরোতই শেষ পুণ্য-
নামাজ কিংবা পূজা লোক দেখানো সব—শূন্য।।

আমার মৃত্যুর জানাজা বাদে দিও পিয়ার সে শারাব,
সুন্দরীর ওই লাল শারাবে জিন্দা হবে দিল—আরব!!