অপরূপ নির্মল সুরাত বিভোর করে নেশায়,
লোহিত চোখের জল তবুও গরল মেশায়।।
এ জানি কোন বাঁচে থাকা,শুধুই দেহ নিয়ে,
দোজখের অনল তুচ্ছ,বিরহ গরলের চেয়ে।।
বেহেস্ত দুয়ারে দাঁড়িয়ে চেয়ে দেখ দোজখে,
কত জাহীমের অনল খোঁজেপ্যারীআশোকে।।
ভয় লাগে না দোজখ্ কিংবা আজাব খোদার,
দোজখ্ হাবিয়াহে যেন মিলে প্যারীর দিদার।।
আমার এবাদত্ তোমার নামাজ এই অনলে,
মোনাজাত করি খোদার্ তরে চোখের জলে।।
তোমার বিরহ বেকারার করে দোজখ ভিতরে-
হায় হায় করেগো শিনার লোহু প্রেম অনাহারে!!
বিরহ সমরে প্রেম বারংবার লুটে পড়ে তাঁর চরণে,
সকল কার্য্যে এহি এবাদত শুধু আখিরাত মিলনে।।
এ আসমান,ধরতি অর আঁখি বে-বাজা ইন্তেজার-
হারবাক্ত ইশক্ কি নেশা ডুবকে রাখে মেরে ইয়ার।।