ফুটাইয়েছি কুসুমকলি প্রিয়,নিকুঞ্জকননে-
মধুরময়্,মধুর লগন্,প্রেম অলি,পরানে্!!
বুলবুলি আমি খুলেছি অন্তর-
আসিবে বলে সে ওহে সুন্দর;
গুননিবে'গুঞ্জরিবে'প্রিয়,এসে হৃদ গুলবাগনে !!
এই বাগে নিত্য ভ্রমর আসে ওগো পাপিয়া,
হৃদয় ভঙিল,কুসুম শুকালো,গেলে ভুলিয়া,
মঞ্জরী'তে দখিনা বাতাস-
বিরাহনলে করি হাহুতাশ,
ডুবিল নিশি,উঠিল শশী,কমলকলি রহে আগুনে !!
রাগ- ভৈরবী
তাল- কাহারবা