কেউ পড়ে নামাজ,আর কেউ বা করে পূজা-
আখেরে সবার একই কার্য ইশ্বরকে খোঁজা,
নদীর উৎস যায় হোক,মিলন কিন্তু মোহনায়-
হিন্দু হোক বা মুসলিম একই ছবি আয়নায়।।

হিংসাদ্বন্দ্বঅহংকার ধর্ম ভেবে মানুষ করে খুন,
এক আদমের এক জাতিকে করেছে চুন-চুন,
আসেন যবে মহামানব ভাই এই বিশ্ব ভুবনে,
ধর্ম নয়,জাতি নয় গো,শুধুই মানব কল্যাণে।।

হিন্দুর ঘরে মায়ের জন্ম তাই বলে মা বলব না ?
জল খাও,খাও বা পানি একই স্বাদ কি মিলেনা?
স্রষ্টা করেছেন সৃষ্টি শুধু ধর্ম বা কোনো জাতি নয়,
খোদা বল বা ভাগবান স্রষ্টা কিন্তু ভাই একজনাই।।

ওই খেয়া পারের দুখু মিয়া করে যাত্রি পারাপার ,
দেখে না সে হিন্দু মুসলিম অতীব সে পরাৎপর।।