হালার যবনরা হামার দস্ত মানবরে মেরি ফেলল,
বড্ড ভালোবাসতো হামাকে,ঈদের সময় হামাদের বাড়ি দাওয়াত খাইতো;দীপাবলিতে কত্ত পটাকা ফাটাইছি দুজুনাই!!
আব্বা হামাকে সব সময় কহিত ধর্ম চিরকাল মানুষকে পোষ মানাইছে ব্যাটা...য্যামুন নেশা মানুষেকে!!
হামরা গরীব,মুখ্য সুখ্য মানুষ অত কুরাণ হাদিস,গীতা বাইবেল জানিনে,হামরা মাকে মা' আর ভাইকে ভাই বইলেই জানি;
ওঁই ধর্মিকদের মুত অত অ্যারবি সংস্কুত জানিনে!!
আজকাল মানুষ গিলা জানুয়ারের মুত আনন্দে খাবলে খাবলে রক্ত খাইতেছে ব্যাটা!!
আর এ্যাকেই মানুষ ধর্ম বইলে মেনে উল্লাসে ছুরি ধরতেছে।
এক আদমরে কুরবানীর গোস্ত মুত টুকরা টুকরা করি ফ্যালাইছে।।
হামার দস্ত মানব হিন্দু নাকি মুসলিম ছিল হামি জানিনে,তবুও হামারা একই পানি গা'ধুতাম,একই থালিতে খাবার খাইতাম!!
হামার মা ওঁকে ব্যাটা বইলেই আদুর কুরতো,
...হামাদের বাড়িতে ধর্মের থাকি ওই মানুষের গিলা কথাই বেশি হয়।যারা ধর্ম বুঝে না,শস্ত্র বুঝে না শুধু শান্তি বুঝে,একটু শান্তি খুঁজে...
হামার দস্ত মানব মানুষ ছিল,ওঁ সত্যিকারের একখান মানুষ ছিল...