বাহ্য কার্য্যে শান্তি খুঁজ,অশান্তির এই ধরাধামে,
কর্ম ভুলে ধর্ম কর কর্তা কর্মের ভাব না জেনে!
রিপুক্রিয়া প্রলয় রথি তড়িৎ সম সেই সে নামে;
শেষ সমরে দেলার্শিতে দীপ্তিচিত্ত আঘাত হানে!!

অন্ধজনে আকার সাকার শূন্য হাতে পূর্ণ করে ,
সবে অধর্মকে ধর্ম ভেবে ইমারতে তাঁরে খুঁজে!
সৃজিলেন হেন কলবর নাজিল কোরান তা'পরে!
অহং এক জৈনক ধর্ম বুঝে দিবানিশি তা পূজে।।

খোদার রূপ কী বর্ণিব,চেয়ে দেখ এ চৌদ্দ ভুবনে,
আসমান থেকে জমিন অহর্নিশি তাঁরাই অনুষ্ঠান,
হাওয়ার ঘরে কলবরে আসে যায় সে আন্দোলনে।
ডুবে গিয়ে খোদার প্রেমে দেখ রে সে রূপ বর্তমান।।