হায় হায়রে -
মন আমার কোরবানী দিতে কই পারলাম তাঁরে;
বারো মাস থাকি ভোগদখলে,আমার আমি করে—

কোরবৎ হতে নৈকট্য পাই ,
পশু হত্যায় মন তা কি হয়?
"মুতু কাবালা আনতা মুতু"
মরার পূর্বে চাই পূর্ণ মৃত্যু-
                           তা রয় আমিত্বের অন্দরে—
আমিত্বের গলায় চালাও ছুরি,
নরক হয়ে যাবে গো স্বর্গপুরি,
পুশুদের মুখে গো ফুটবে হাসি,
রহমত বর্ষন পড়বে গো খসি-
                        উল্লাসে যাবে পুলসিরাত পারে—
মন বাহ্যিক কোরবানী যাহা-
পাপের বোঝা বাড়াই তাহা,
সে চাই মানব মন তাকওয়া,
পশুহত্যায় যাবে কি পাওয়া?
                              রক্ত মাংস সে চাহে নারে—
মন পশুর শির করেছি নত,
করো গো প্রভু ক্ষত-বিক্ষত,
প্রিয় বস্তু,কোরবানী দিতে কয়,
মন তোমার প্রিয় কোন বস্তু হয় ?
                                  পশু কি গো হতে পারে?
ইব্রাহিমের কোরবানী কী ছিল ?
বল গো শীঘ্র তার বিতান্ত বল-
সেই সে দিনের রহস্যের কথা-
কোরবানী নাকি সে প্রেমলতা?
                              আছি গো ঘোর অন্ধকারে—
মুখে বলি শুধু আল্লাহু আকবার,
অন্তরে সদায় সে আল্লহু আসগর,
তাঁর খেয়ে গো মন জীবন চালাই,
কোরবানী তবে মন কী করে হয়?
                            এই ভেদের,বিচার কে করে?
মন কোরবানী দেওয়া বড়ই কঠিন,
আমিত্বের ঘোর রবে গো যতদিন,
আরেক অরি গো সেই কাম-রিপু,
প্রেমরসে বাজাও গো সেই ভেঁপু-
                                ফানা বাকা মন দেখরে