আমার মধ্যে আমি, থাকবে যত দিন-
হিংসা দ্বন্দ্বে মেতে তুই হবি হীন ক্ষীণ।
আমি গুণ যখন ভাই শূন্য হয়ে যাবে-
আমির মধ্যে তখন্,তুমি দেখতে পাবে।
কাম,ক্রোধ আর লোভে নরক প্রাপ্ত হয়,
নীচ হতেও অতি নীচ যোনিতে জন্ম লয়।
জগৎ মধ্যে দুটি পুরুষ ক্ষর ও অক্ষর,
আত্মজ্ঞান হলে পরে পাবে তার স্বাক্ষর।
নিজেরে পুরুষ ভেবে করিস সেই কর্ম,
ত্রি-জগতে এক পুরুষ এই শাস্ত্রীয় মর্ম।
স্বভাব জাতে কর্ম কর ধর্ম করবি পরে-
চতুরাশ্রমের ভেদে বুঝে যাও জ্ঞান দ্বারে।
কাম অরির বশ্যতায় পুনঃ পুনঃ বর্ণসঙ্কর,
সেই হেতু কর্ণ-দ্বয়ে রিপু ক্রিয়ার ঝংকার।
এ ভবে দুটি জাত দেব্ আর অসুর্ স্বভাব
তৃতীয় কোনো জাত নেই শুধু জ্ঞান অভাব।।
সকল পাপের নিকৃষ্ট পাপ জ্ঞান রূপী অন্ধ,
যাঁর দ্ধার ছিন্ন হলে হবে নূর-জ্যোতি লব্ধ।।
চিত্তকে সংযত করে ধ্যানে বস হে নির্জনে,
পরমাত্মার শাশ্বত স্থিতি লাভ হবে বিধানে।
তাঁর আহুতিতে মাটি হবে তোর পাপ দেহ,
ত্রি-সংসারে তিনি বিনে আর নাই কেহ।।