ডাকলেই কি গো মিলে মনা,খোদা-তালাকে?
রোগ না জেনে ওষুধ খেয়ে,পড়েছি বিপাকে-

খোদার সেই রূপ নিশানা,
দেখলাম না হয়ে দিনকানা,
                            কী আদম সে সুরাত খানা?
                            শ্রেষ্ট করে রচিল যাঁকে?

স্রষ্টা রয় গো মন সৃষ্টির মূলে,
নিজ সুরাতে নবীরে রচিলে,
                         খোদ সূরা ক্কাফে প্রকাশিলে,
                          চিন মন পক পাঞ্জাতনকে —

ফেরারী হয়েছি তাঁকে পেতে,
জাত সিফাতে মিছে আছে সে?
                        না চিনে খুঁজি  দেশ বিদেশে-
                        কে আমি আর তিনিই্ বা কে ?

জ্ঞানের দ্বারে পড়েছে ছাই ,
বল গো তারে কী করে পাই?
                       খুঁজতে খুঁজতে জনম গেল হায় -
                        পেলাম না রূপ স্বরূপটাকে—  

পড়ি গো শাস্ত্র কেতাব আদি,
তাই অহংকারে ভুলি সবই,
                      কে আদম আর খোদা নবী ?
                      চিনবো বা কোন সে অচিনকে?