আছো কোথায় লুকিয়ে,কোন সে অচিনপুরে-
(আমি)খুঁজি মক্কা কাশি বৃন্দাবন,আরও বহুদূরে—

পড়েছি গীতা কোরআন ও বাইবেল,
কোথাও পাইনি গো তোমায় রব্বেল,
তবে গোলকধাঁধার এই কঠিন খেল-
                              চালাও তুমি কেমন করে—

গেছি মন্দির মসজিদ আর গির্জাতে ,
পাথর ছাড়া কিছু নাই গো তাতে,
তুমি রওগো খোদা কোন বস্তুতে?
                         কোন ধ্যানে দেখিব তোমারে—

রূপ অনুমান হয় কি,না দেখিলে?
তোমায় দেখিল কে কোন কালে?
কোথা থেকে আমায়,নিয়ে এলে?
                          (প্রভু)মিলিব অন্তে কাহারে—

মন যার কাছেই খোদা তত্ত্ব পাবো-
চিরদিন তাঁর চরণে তেল মাখাবো,
(স্রষ্টার)নিগুঢ় তত্ত্বের সন্ধান নেবো-
                             তাঁরে রাখিব হৃদ মন্দিরে—
ভবে সাধুর চেয়ে ভাই ভন্ড বেশি,
খোদা বান্দা আছে কোথায় বসি?
স্বর্গের টিকিট তারা নিলাম তাসি-
                                নিজেই রহে নরকে'রে—