মরলে পরে আমার কবরে দিও কাঁটারহার-
চাই কোনো গোলাপ চন্দন,শুধু বিরহ লহর—
আসবে যবে আজরাইলের চিঠি,
আনন্দে গ্ৰহণ করব গো সেটি-
ডরিনা দেখে মৃত্যুর ভ্রুকুটি,
শতাধিক বেদনা প্রহার —
আজরাইলকে বলিব আমি-
আরও একটু থামো গো তুমি-
আসবে নিশ্চয় আমার যামী-
দিতে হুল অশ্রু উপহার—
এভবে আমায় দিলে যে বিরহ,
জ্বলি তার জ্বালায় গো অহরহ,
মৃত্যুর সাধ নয় এত ভয়াবহ-
শুধুই যাওয়া আসা বারাবার—
লাযাঃ হতে অধিক এভব জ্বলা ,
কবর ’পরে দিও আগুনের মালা-
অহর্নিশ শুধুই এই লীলাখেলা-
অনন্ত মনস্তাপে নিত্য মনোহর —