হাওয়ায় ভেসে যাচ্ছি যেন কোথা;
অযান্ত্রিক যানে ভুক্তভোগী হেথা।
কালের যাত্রায় স্মৃতিপটে শত মুখ,
কেউ দেয় পীড়া ,কেউ-বা মৃদু সুখ।।
শঙ্খচিল শহর ছেড়েছে বহু আগে,
সাগরে মিশে আনন্দে রাত জাগে।।
সুখ মেলেনি শহরে পেয়েছিল ব্যথা,
পানির গন্ধে মলিন স্নিগ্ধ স্মৃতিপাতা।।
প্রেমাবরু বিষকন্টক তবুও এবাদত,
মিশর থেকে আরব অক্লান্ত মরুপথ।।
হে খোদা্ নিশিদিন আমি নামাজে রত,
বিরহ প্রেমের আলিঙ্গনে পুড়ে অবিরত।।
ভাসে নয়ন মরুসাগরে বিরহের সুরে;
সেজদায় পড়ে অশ্রু ঝরে অকাতরে।।