নিরবধি উষ্ণার কান্তার মরু তাঁর জ্বলে অন্তরে;
হরদম হরঘড়ি চাহিয়া রয় নিঠুর প্রেমের বন্দরে!!
তপ্ত বালুকাঘাতে নিথর,চাহে কেবলই আসমানে
পরান জুড়াতে চাই প্রেমবারির অবিরাম বরষনে!!
নামটি তাঁহার কালাহারি, স্তম্ভিত সে একটি মরু;
মহান তৃষ্ণার্থ সে, চাহে শুধু প্রেমের একটি তরু !!
বহিছে অশ্রু সজলধায় তাঁহার দু-আঁখিলোরে ;
নীরবে সহিছে ব্যাথা্ সে যন্ত্রণার বালুচরে !!
ঘুরিতেছে অলি তাঁহারি চর্তুপাশে প্রেম মধুর আশায়
ঝরিয়া যায় তা প্রখর তাপে,ফিরিয়া যায় নিরাশায়!
খোদার তরে করে নিবেদন যন্ত্রণার কারণ হেতু-
হুতাশনে জ্বলিব কতো,দাও প্রেমের কিঞ্চিৎ মধু