জন্ম পথে ভক্তি দিলে,মুক্তি পাবি দোজাহানে্—
নচেৎ অচিরেই ডুববে ভেলা,ষড়্-রিপু শোষনে-
আসার পথে যাবার খেলা,
ত্রি-বেণীর ঘাটে ভব লীলা-
তুই দমের ঘরে দিয়ে তালা-
কেন ভাসিসরে মন তুফানে—
জন্ম পথে ভক্তি দিলে,মুক্তি পাবি দোজাহানে্—
নচেৎ অচিরেই ডুববে ভেলা,ষড়্-রিপু শোষনে-
প্রেমের মধ্যে কামের আশা,
কামেতেই হয় প্রেমের নেশা,
প্রেম করে গো কামেতে ভাসা-
লক্ষ্য স্থিতি ভুলি সেই-খানে
জন্ম পথে ভক্তি দিলে,মুক্তি পাবি দোজাহানে্—
নচেৎ অচিরেই ডুববে ভেলা,ষড়্-রিপু শোষনে-
মন্ত্র শিখে গো ভাই সর্প ধর,
নিম্ন নয়গো উর্ধ্বে গমন কর,
কাঁচা মাংসের লোভ ছাড়,
চালাও তরি উজান পানে
জন্ম পথে ভক্তি দিলে,মুক্তি পাবি দোজাহানে্—
নচেৎ অচিরেই ডুববে ভেলা,ষড়্-রিপু শোষনে-