শোণিত লহু বাঁধ ভেঙে আজ ঝরে যায় অঝোরে,
কারবালার ঐ মাতন্ কেন রে কাঁদে আমায় ঘিরে??
কেঁদে বলে তাঁরা হায় হোসেন হায়,
নবীর পিয়ারা ম'ল পানি পিপাসায়,
আগুল লাগলো দীন ইসলামে,কুফার সেই শহরে,
মরুর বলি ফুঁফিয়ে কাঁদে শুষ্কতার অনুতাপ ঘোরে।।
ফোরাত নদীর সম্মুখে দ্বারে আসে ইয়াজিদ সেনা,
জেহাদি হোসেন লুটে পড়ে,কাফেররা মাখে হেনা,
যারা সে সময় কাফের আছিল,
আজ তাঁরা সকলে ধার্মিক হ’ল,
অধর্মকে ধর্ম ভেবে জেহেদী বলে,ধ্বংসে মানবী শিনা,
শান্তির দহে অশান্তি বিরাজে ভুলে ইতিহাস পিয়েপিনা।।
শিশু জয়নুল আবেদীন কাঁদে,ঐ মা ফাতিমার কোলে,
ইয়াজিদ সৈন্য আজো মাখায় খুন শান্তি দূত শ্বেতফুলে,
শিশু ইসলামের অশ্রু আজো জাগ্ৰত-
খুনে খুনে তাই লোহিত হল জাগত;
মানবের লহু নয় সে জেহাদ,শান্তি নাই তাঁর রাঙা জলে,
ইসলামে শান্তি দেখ কোরান হাদিস ফেকা পঞ্চফুলে।।