মরু মৃগ করে গমন পানি পিপাসায়,
বালু তটে ঘুরে ঘুরে প্রাণ সে হারায়।
শত কার্য বৃথা যায়,পানি প্রাপ্তি হয়না,
মরিচীকায় পড়ে সে পানি খুঁজে পায়না।
তদ্রুপ কালের চক্র এ মানব সাংসার,
যে মদিরা পানে হেথা আসি বারবার।
ওঁং -তত্ -সত্ সদাই রাখ স্মরণে,
মোক্ষ দ্বারে পৌঁছে যাবে তদ-গুণে !!
এর প্রমাণ পেয়েছি আমি কোরাণে,
ওন্- সিন্ - কাঁফ আছে সেইখানে।।
কে আনল হেথা,আর কোথায়বা যাব?
কার সাথে মিশেই বা  আমি শূণ্য হব?
আপন ঠিকানা খুঁজতে পড়িওনা ভ্রমে,
নচেৎ আসিবে বারংবার জন্ম-মৃত্যু নামে।।
ক্ষুধা তৃষ্ণা নাহি রবে সেথা গেলে পরে,
ব্রহ্মস্থিতিপ্রাপ্ত হয়ে একবারই যে মরে!!