যোগ না শিখে যোগেশ্বর অনেকেই সাজে,
তিনের খবর না জেনে যোগ করে কি যে??
তিনকে একস্থানে আনলে হবে যোগ সিদ্ধি,
জোয়ারের নোনাজলে করে কাম তেজ বৃদ্ধি।।
কামেরগন্ধ যায়নি যাদের যোগ সিদ্ধি কি হবে?
বেঁচে থেকেও হরদিন তুমি নতুন যন্ত্রনা পাবে।।
কর্ম যোগেন আগে হওরে ভাই তারপরে যোগি,
নতুবা এ রঙ্গিন নাট্যশালায় হবে মায়া রোগী।।
পর্বত গুহায় দ্বীনের নবী কোন ধ্যানে বসে ছিল?
যে যোগে পাক্ কোরানখানি নাজিল হয়েছিল।।
এই তত্ত্বের বিধান না জানলে যোগী কীকরেহবে?
ভোগী হয়েই থাকে সদা দেখি ছদ্মবেশীযোগী সবে।।

কর্ম যোগে যোগী হয়, জ্ঞান যোগ হয় তাঁর পরে ,
জ্ঞান মার্গের অধিষ্ঠানে বিশ্ব খানি হাতের ’পরে।
ত্রি-বেণীর তিন মহলে ফাঁদ পাত বসে নির্জনে-
আত্ম তত্ত্বে যোগী হবিরে ভাই শাস্ত্রীয় বিধানে।।
হাওয়ার খেলায় দেহখানি জ্ঞান মার্গে তীক্ষ্ণকর,
কাম অরিকে শাসনে রেখে তার উপরে বসে পড়।
সবকিছু বৃথা রে ভাই মনা যদি তাঁর দয়া না পাও-
যোগী হতে ত্যাগী হয়ে  তাঁর চরণ ধূলি হৃদে লও।।

#কাম অর্থে জৈবিক কামনার পাশাপাশি সার্বিক কামনাকেও বোঝানো হয়েছে।