কারণে অকারণে মন শুধু তোমায় খুঁজে,
তোমারে ছাড়া মন অন্য কিছু না বুঝে!!
ভোরের রক্তিম আলো লয়ে এসো প্রিয়,
আমার এ আঁখি জল তুমি মুছিয়ে যেও!!
অশ্রুবারি হইল সিক্ত, বেদনার বালুচরে,
লিলুয়া বাতাসে মোর প্রেম কাজল ঝরে!!
স্মৃতিরা কেবলই ঝরে পড়ে বেদনাঘাতে,
এসো মিলিব প্রিয় এই শুভ জোছনা রাতে!