কিঞ্চিৎ জ্ঞানার্জনে মনা আলেম দবিকরে,
জ্ঞানের ঘোরে সতত সে অহংকারে মরে।
কেতাবাদি চষে যদি আলেম হওয়া যায়,
আবুজাহেল-আবুলাহাব-ইবলিশ হ’ত সদাই।।
বিশ্ব জ্ঞানী হজরত আমার কোথায় পড়েছিল?
উম্মী্ উপাধি কেন তবে ভাই কোরআনতে এল?
তিনার কৃপা হিনে দেহ থাকে বটে,প্রাণ থাকেনা,
শাস্ত্র পাঠে তথ্য মিলে তবে তত্ত্ব জ্ঞান পাবে না।
ভবে দেখি বেশধারী,অহংকারী হয়েছে আলেম,
তথ্য জেনে ভক্ত বাড়ায় সে অতি মূঢ় জালেম।।
তথ্যকে তত্ত্ব ভেবে ওই কার্য সে করে বারবারে,
তালিম বিনে আলেম সেজে চক্রব্যূহর আধাঁরে।।
ওই পাথের জ্ঞান হলে পরে প্রকাশ পাবে সর্বাঙ্গে,
সুধা নহে গরলেও অমৃত স্বাদ্ মিলবে তাঁর রঙ্গে।।
জ্ঞানের দ্বার খুলবে যবে ইর্ষা দ্বন্দ্ব ভুলে যাবে,
জ্ঞান মার্গের তিন মহলে চৈতন্যরূপ ফিরে পাবে।।