চাই না হতে আমি ইতিহাস,
মহান কোনো কাব্যিক
মানুষ হয়েই বাঁচতে চাই -
না দেখে ধর্মের কোনো বাহ্যিক ।।
কামনা মেটানোর জন্য যাও যখন-
কোনো বেশ্যার আলয়ে
করে ছিলে কোনো ধর্মের খোঁজ ?
গিয়ে সেই পতিতা আলয়ে।
লোক দেখানো বোঝা টেনে ,
সেজেছো তোমরা ধাম্মিক
মিথ্যাবাদী হয়েও তোমারা
হচ্ছো ইতিহাসে আন্তর্জাতিক।।