এসো হে প্রিয়া এসুনিগ্ধ আবহে নিশি যে ডুবে যায়
এ কুঞ্জে তোমা বিহনে , বেঁচে মরার সমান প্রায় -
আমার অশ্রু নীরে তুমি মিশে গেছো প্রিয়,
সাজিয়েছি প্রেম অটবী,নিষ্ফলে যাবে কি তাও?
প্রেম সলিল আর ডুবাওনা ওগো প্রেমময় -
তোমার জন্য ছেড়েছি খোদার বেহেস্তখানা
নরকের অগ্নিগর্ভে এসে প্রিয় দেখা দাওনা !!
তুমি আমার নয়নে "তিলোত্তমা"-সম তাই -
তুমি আমার প্রিয় সেই আফনান
এ নরক রাজ্যে পারিজাত মান্দার সমান -
তোমা হতে তাই "ইশক - হাকিকি" চাই !!
সহস্ররূপে তুমি গুণান্বিত
ওগো "ঊর্বশী"তুমি একবার এসো
ভাসিতেছি প্রেম যমুনায় !!