মন চলরে আজ গোকুল-ধমে,
ব্রজে মেতেছে সবে কৃষ্ণ নামে।।

মাধবী গোবিন্দ সে মনোহরা,
দুনয়নে ঝরে তাঁর প্রেম ধারা।।

হ্লাদিনী রাধিকা হয় তাঁর তরে,
প্রেমাশু ঝারায় শ্রীযমুনাতীরে।।

মৃগমদ ও গন্ধ হয় যে অবিচ্ছেদ্য ,
অগ্নি হতে তাপ ভিন্ন অতি দুর্ভেদ্য।।

রাধাতে কৃষ্ণ আর কৃষ্ণে রাধা,
দুদেহ ভিন্ন,কিন্তু একআত্মাসদা।।

প্রেমের আধার,লীলাভিনয়করী ,
ধর্মের গ্লানিতে হয় সুদর্শন ধারী ।।

অকিঞ্চন হই আমি দর্শন হীনে,
ত্রিকালর্দশী তিনি এ বিশ্বভূবনে ।।

হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ,হরে হরে,
নিত্য ভজ মনা যাবে গো তরে।।

# লেখনীর কিছু অংশ চৈতন্যচরিতামৃত কাব্য গ্ৰন্থ থেকে নেওয়া হয়েছে।।