গুনাহ হেতু গুনাহাগারে নিক্ষেপিত হয়ে,
তদ-গুণাধিক গুনাহ করি দোজখ্ ভয়ে।।
আত্মার গুনাহে গুনাহগার খোদা’ নিকটে?
তদুপরি মনুর চিত্ত কি জুটে — পটে পটে?

ভূমিষ্ঠ পরে ধরাবক্ষে শিশু রোদনরত কেন?
কোন সে দুঃখে দুঃখী হয়ে মরন কান্না জান?
কি পেলে জন্ম বিনাশ 'আ' জয়ধ্বনি গাবে?
খোদার দিদার স্নিগ্ধ মণিত সে আনন পাবে?

আত্মার সনে আত্মার মিলন,নিরাকারে নীর;
ভূ-লয়ে অরির বসে স্থূলচিত্তে,শীর্ণ তনু শির।।
ধ্রুবজ্যোতি হেরি সদা চক্রব্যূহসমমাতৃজঠরে?
করুন বিনয়ে কুলষিতআত্মা ফিরে চাহেতাঁরে?

এ গুনাহগার ভ্রমালয়ে রিপুরসে খোদাত্ম্ ভুলে-
মৃত এই দেহ লয়ে নাগরীরনাগরদোলায় দোলে!!