ঝরে পড়ে উল্কারহার তোমার চাঁদ মুখের ’পরে,
সেই রূপসী রং গায়ে মেখে মম মন নিলে হরে।।
বধূ তোমার চোখের কালিন্দীতে প্রেম উথলায়-
মুক্ত প্রাণের বুলবুলি সেই কাননে ফুল তুলে তাই।
সাকী পেয়ালা ভরে খারাব নিয়ে এসো মোর দ্বারে,
নেশা ঘোরে নীরব প্রাতে চাঁদ সমীরণ পড়ে ঝরে ।।
হৃদী হৃদ দেউলে হিমাংশু শারাব যেন দেয় ঢেলে,
প্যারী্ তোমার খোয়াব শারাব,বিভাবরী এই মৃদুলে।।
সখি হাসীন আমার এসোগো,বদ্-নসীবি এই দিলে,
তুমি রৌশন কর শিরীন শারাব কোমল সে হস্ততুলে।
আঁখি বারি মোছ গো এসো ওহে প্রাণের গুল—বাদন,
শাব্ আঁধারের তন্দ্রা টুটে ফজুল করগো চাঁদ -রতন!
ওলো নার্গিস নওজোয়ানী রাখ রাতুল চরণ এই বুকে,
মুক্তা ঝরে হিমকেশ পালকের আমার শুষ্ক এই মুখে _______________________
অর্থ:কানন-বন//পেয়ালা-পাত্র বিশেষ//দেউল-উপাসানালয়//হিমাংশু -চাঁদ//শারাব,খারাব-মদ বা রস বিশেষ//খোয়াব-স্বপ্ন//হাসীন-সুন্দর//বদ-নসীব-হতভাগ্য//রৌশন-উজ্জ্বল//শারীন -মিষ্টি//গুল-বাদন- গোলাপ ফুলের মত শরীর//ফজুল-মঙ্গল //নার্গিস -প্রিয়া//নওজোয়ানী -নব যৌবন//রাতুল-রক্তবর্ণ চরণ।।