দয়াকরে এসো হে দয়াল আমার এভাঙ্গা ঘরে-
তাওহীদের কালাম পড়ে,ডাকি হৃদয় মন্দিরে—  
(আসন পেতেছি আমি ওগো এ হৃদয় মন্দিরে)

তুমি নাকি গো হে সব পারো দয়াল,
তাইতো শুধু আমি তোমার কাঙ্গাল,
এই জীর্ণ তরীর এসে ধরো গো হাল-
                              উলুহিয়াত নদী কিনারে—

দয়াল ওগো তোমার কৃপা বিনে-
বেঁচেও মরা প্রভু এই ত্রি-ভূবনে,
প্রাণ ছাড়া প্রাণী বাঁচে কেমনে?
                            রুহু যদি না থাকে অন্তরে—

আমার এই অন্ধকার ঘরখানি,
নূরের আলোয় কর গো নূরানী,
আমি ভিক্ষারী তুমি জগতমণি-
                            আর রেখনা অন্ধকারে —

সেজদা করিব পদযুগল দেখে,
দাও পদ-চিহ্ন মোর হৃদে এঁকে,
কোথা চলে গেছ নরকে রেখে-
                           শুষ্ক সাহারা মরু বন্দরে—