এমন সুন্দর ঘরখানি ভাই তৈয়ার কে?
সৃষ্টিতে স্রষ্টা হয় সৃজন,তা বুঝেনা লোকে-
দেহে দিবানিশি যাঁর আশা-যাওয়া,
তাঁরে চিনলে পরে হবে পরম পাওয়া,
(ও ভাই) উর্ধ্ব গগনে চলে যাওয়া-
ঘরের তেতালায় বসতকরে 'কে্?
মনোরমা এ সুদৃশ্য রংমহল-খানি-
আটকুঠুরী নয় দরজা আছে শুনি,
তার উপরে সদর কোঠা রয় জানি-
তাতেইবা কে্ ছবি আঁকে?
দেহের মাঝখানে সদা জ্বলে বাতি-
(ও ভাই) নাই'রে সেথা দিন রাতি-
সদাই অচিন এক পুষলাম পাখি-
চিনেও চিনলাম না তাঁকে—
ক্ষুদ্র বীজে হয় ভাই দানব বৃক্ষ,
বৃক্ষ আর বীজ ভাই নয় পরোক্ষ-
ইহাতে যারা ভাই সুনিপুণ দক্ষ-
তাঁরাই চিনে খোদাতালাকে—