কেন খুঁজিস না মন তাঁরে দেহান্তরে,
খুঁজে মরিস কেন হায়,দেশ দেশান্তরে —
ওরে মন কোথায় সে আদির আদি রয়,
তফসীর চষে পেলে কী তাঁর পরিচয়?
(ওরে)জ্ঞানান্ধ হয়ে র’লে কেন গো ভাই -
লৌকিক ধর্ম অবান্তরে—
দিল কোরআনে হয় ভাই সৃষ্টি রতন
না জেনে তাঁর করছ অহর্নিশ পতন,
তাই বারেবারে আসা,হয় আবর্তন -
খুলে দেখ দু-আখিলোরে—
ও ভাই যদি সে আসমানেই থাকে,
মন্দির মসজিদের কি দরকার আছে?
সূরা কাফ(১৬)তে সে স্পষ্ট বলেছে-
আছি শাহরগের অন্তশিরে—
ও ভাই সৃষ্টিতে স্রষ্টা হয় গো বিলীন,
গুপ্তাসনে বসে সে করে গো অবনীল,
তুহিনে যে-রূপ থাকে ভাই সলিল -
আছে সে-রূপ গুপ্তদ্বারে—