তোমার প্রেমের সুরাপানে আমি আজ হলাম হত
এসো এসো ফিরে এসো ভুলে অভিমান আছে যত!!
তোমার প্রেমের বিরহের জ্বালা নরকের অগ্নিকাণ্ডকেও হারমানায় -
তোমার প্রেমের পরশ বিহনে এ জীবন শুধুই যন্ত্রময় !!
বহুদিগন্তে ছুটেছি তোমার আশায়, অসহায় হয়ে ফিরেছি প্রতিবার,
বিচ্ছেদ দরিয়ায় তৃণসম ভাসছি আমি , তাই ঘিরেছে বিরহজ্বর !!
নদীরাও সুখে আছে , শেষের কালেও মিশে মোহানায় তারা;
আমি তোমায় হারিয়ে সব হারালাম হলাম সর্বহারা!!
তোমার প্রেমের তৃষ্ণার্ত প্রিয় আমি রয়েছি অনন্তকাল;
অশ্রু নীরে ডুবে আছি প্রিয়, বহিছে অনলে শোণিত জল !!
শত অপমান - উপহাস সহিত বেঁচে রয়েছি এ অজীবিত নিথর দেহ নিয়ে ,
আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ স্বরূপ জ্বলছি ,তোমার প্রেমের হেমলক বিষ পিয়ে !!
প্রেম যমুনার ওই সে তটে আমি আজও প্রণয়ী আছি বসে ,
প্রেম তরনী নিয়ে তুমি এসো সুনয়না এ প্রেমাদিনীর কাছে!!