এসো হে অসীম তুমি,আমার হৃদয় মাঝে
দিন ফুরালো,আলো জ্বালো তিমির সাঁঝে,
আমার এ মরু নদী,পূর্ণ কর হে যদি-
সরসা-শ্যামল-মৃদঙ্গ মৃদুল আওয়াজে।।
তোমার সু-গন্ধে ব্যাকুল হিয়ার তলে-
এসে দাও হে প্রিয় পরশ মধুরা ঢেলে,
বনে বনে  ফুলে ফুলে নিত্যে মাতে অলি সকলে,
আর থেকো না প্রিয় নীরবে আড়ালে,মৃদু লাজে।।

.................**.................**..................
বিষয়:পূজা (বিরহ)
রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনা কাল: (বঙ্গাব্দ) ১৬ আশ্বিন ১৪৩১