এসো হে অচিন্ দেলাসনে,
                             পূজিব শ্রী চরণ;
আসন পেতেছি হৃদ দেউলে,
                             তোমার কারণ।

সুরাতেহি আল্ কোরআনে-
নিজ সুরাতে আদমে আনে,
                  তাঁরে পাব বল কোন সাধনে ?
                  যদি না দেও তব রূপ-আনন—

আরশোপরে তোমার অধিষ্ঠান,
জেকের বিনে কি করি বিধান?
                 আখেরে নয়,দেখা চাই বর্তমান,
                 দেল রৌশন সেই সে রূপ রতন।

তোমার রূপ যদি নিরাকার হত?
আদম কী করে সেই রূপ পেত?
                আশরাফুল মাখলুকাত কি বলিত?
                ত্রি-লোকের নাথ সেই সে মহাপ্রাণ—

যোগ সিদ্ধি ধ্যান নাহি জানি,
শুনি কেবল সে চরণের ধ্বনি,
               দেখি না পাই তব রূপ রৌশনী,
               এ দেলার্ঘ্য দানি কারে নিরাঞ্জন?

তুমি দয়া কর হে এই অধমকে,
নিভাবো অনল ওই চাঁদরে দেখে;
                 গোলক-ধাঁধায় ফেলনা আমাকে -
                 দেখিতে তোমার সেই রূপ দরশন!!