ইষ্ট ভক্তি জাগ্রত,কর ওগো অন্তরে;
উন্মোচিবে জ্ঞানদ্বার ততমুক্তোকারে !!
সিন্ধি-বুদ্ধি,যোগ-জ্ঞান ক্ষনে'ই পূর্ণিবে,
ঘোর অমানিশায় নূর-জ্যোতি হেরিবে!!
ব্রহ্মস্থিতি অর্জিবে ভক্তি অঞ্জলি দিলে ,
শিব জ্ঞানে জীব পূজিবে এই ভূ-তলে!!
শাশ্বতিক ত্রি-লোক-ধারী নিত্য অরুণ,
সদাই আলোকিত সে উজ্জ্বল বরুণ !!
জ্ঞানে তাঁর আনবে জোয়ার সর্ব কার্যে,
প্রমাণিবে তা সুনিশ্চয় কঠিন সহ্যে!!
নিরাকারে গুরুরূপ দেখিবে যখন-
নরক মধ্যে শান্তি পাইবে সে তখন!!
জ্ঞানার্জনে অহংবোধ যদি আসে ভাই,
তাঁহার প্রবল তাপে পুড়িয়া হবে ছাই !!